ভিউ: ১৪
চেয়ারম্যানের বাণী

বিসমিল্লাহির রহমানির রাহীম

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ
মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে ঢাকার রাজধানী মতিঝিলের অতি সন্নিকটে এক ঝাঁক তরুণ মেধাবী, উদ্যমী, সমাজ সেবক, কারিকুলাম বিশেষজ্ঞ ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রীধারী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৩ সাল থেকে সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে ‘ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা”। দেশব্যাপী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে সেখানে আমরা এর সম্পূর্ণ ব্যতিক্রম। আমাদের উদ্দেশ্য এমন কিছু ব্যক্তি তৈরি করা। খারা আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আমাদের মাদরাসায় পড়ে ডা. জাকির নায়েক, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, ড. মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ হওয়ার যেমন সুযোগ রয়েছে তেমনি রয়েছে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হওয়ারও সমান সুযোগ। সন্তানকে শিক্ষার পাশাপাশি আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের প্রতিষ্ঠান অনন্য। সন্তানকে বৈষয়িক সম্পদ দেয়ার চেয়ে সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলার গুরুত্ব অনেক বেশি। সুতরাং, সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়তে তার পেছনে বিনিয়োগ করা জরুরি।

সুধী, ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে দুর্বার গতিতে তার লক্ষ্যে ছুটে চলছে। দীর্ঘ এক যুগে এ প্রতিষ্ঠানের সফলতার ঝুড়ি বেশ ভারি। বিগত বছরগুলোতে প্রায় ১০০% জিপিএ-৫ এর পাশাপাশি শুধু ২০২৩ সালে “দ্যা স্কলার্স ফোরাম” থেকে ৪ জন এবং “বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন” ৩৭ জন মোট ৪১ জন বৃত্তি পেয়েছে। শিক্ষার গুণগত মান রক্ষায় আমরা আপোষহীন। আমাদের মাদরাসায় ১০০ ভাগ ছাত্র-ছাত্রীকে নুরানী প্রশিক্ষণের আওতায় আনার কারণে প্রায় সবাই সহিহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে। মিজান, মুনশাঈব, মিয়াতে আমেল ও নাহর স্পেশাল ক্লাসের কারণে ছাত্র-ছাত্রীরা সহজে তাহকীক ও তারকীব করতে পারে; যা আমাদের অনন্য অর্জন। আরবি ও ইংরেজি ভাষ্য শিক্ষার জন্য বিশেষ ক্লাস পরিচালিত হয়; যা ছাত্র-ছাত্রীদেরকে দক্ষ করে গড়ে তুলছে। হাতের লেখার প্রতি বিশেষ যত্মশীল হওয়ায় অধিকাংশ ছাত্র-ছাত্রীর হাতের লেখা স্পষ্ট ও সুন্দর। ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক ক্লাশ পরিচালিত হয়। কুরআন, হাদিস, মাসনুন দু’আ মুখস্ত করণ ও আমল আখলাকের প্রশিক্ষণ দেয়া হয়; যা ছাত্র-ছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে।

বর্তমান সময়ের আকাশ সংস্কৃতির মরণ ছোবল থেকে ফিরিয়ে রেখে সন্তানকে আদর্শবান, দেশপ্রেমিক ও খাঁটি ঈমানদার হিসেবে গড়ে তুলতে মাদরাসা শিক্ষা অনন্য। দেশ ও জাতি গড়ার এই মহান প্রত্যয়ে আপনারাও আমাদের সহযোগী হবেন এটাই আমাদের প্রত্যাশা। মহান আল্লাহ আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা কবুল করুন। আমিন।
মা’আসসালাম

ড. মুহাম্মদ শওকত আলী
চেয়ারম্যান
ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা
পূর্ব মানিকনগর, ঢাকা
মোবাইল: 01623081041
ই-মেইল: dicm2040@gmail.com